শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ১০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় দিকে দিকে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দেওয়ার অভিযোগ। এবার মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দলের বেশ কিছু নেতাকর্মী।
বিজেপি রাজ্য নেতৃত্ব যদি দ্রুত ফরাক্কা (১)মন্ডল সভাপতি স্বপন ঘোষকে তাঁর পদ থেকে না সরিয়ে দেন তাহলে দলের প্রচুর নেতা-কর্মী বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই ফারাক্কায় বিক্ষোভে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের কর্মকর্তারা। ফরাক্কা (১) মণ্ডল সভাপতি পরিবর্তনের দাবি জানিয়ে দলীয় অফিসে বিক্ষোভও দেখিয়েছেন বেশ কিছুকর্মী কর্মকর্তা। সম্প্রতি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকেও মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি-র অন্দরে তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে।
ফরাক্কা ব্লকের বিজেপি নেতা শুভাশিস ঘোষ বলেন,' আমাদের রাজ্য নেতৃত্ব মণ্ডল সভাপতি নির্বাচনের আগে একাধিক শর্ত দিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত শর্ত পূরণ করতে না পারা সত্ত্বেও স্বপন ঘোষকে ফরাক্কা (১) মন্ডল সভাপতি পদে বসানো হয়েছে। '
তাঁর অভিযোগ,' মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ এবং দলের ডির্স্ট্রিক্ট রিটার্নিং অফিসার শুভেন্দু সরকার-সহ আরও কয়েকজন টাকার বিনিময়ে স্বপন ঘোষকে এই পদে বসিয়েছেন। গত লোকসভা নির্বাচনে স্বপন ঘোষকে ফারাক্কা বিধানসভা এলাকায় ৬০ টি বুথে ভোট করার জন্য দলের তরফে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি মাত্র কুড়িটি বুথের খরচ দিয়েছিলেন। বাকি টাকা নিজে আত্মসাৎ করেছিলেন। এই ধরনের লোককে আমরা মণ্ডল সভাপতি হিসেবে মানতে পারব না। ইতিমধ্যেই আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। যদি তাঁকে ওই পদ থেকে না সরানো হয় তাহলে ফরাক্কায় আরও বৃহত্তর আন্দোলন করবো আমরা।'
ফরাক্কা ব্লকে বিজেপির অপর এক কার্যকর্তা অমিত ঘোষ বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে দল করছি। কিন্তু এখানে কোনও যোগ্য লোক পাচ্ছি না যে সঠিকভাবে দলের কাজ এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারবে। বর্তমানে যাকে দলের মন্ডল সভাপতি করা হয়েছে তাঁকে কেউ চেনে না। আমরা চাই যোগ্য কোনও ব্যক্তিকে এই পদে বসানো হোক।'
অন্যদিকে দলের বিক্ষুব্ধ কার্যকর্তাদের মন্তব্যের জবাব দিতে গিয়ে নবনির্বাচিত ফরাক্কা (১) মন্ডল সভাপতি স্বপন ঘোষ বলেন,'যাঁরা আমার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন তাঁরা ঠিকাদার বা অন্য কোনও কাজ করেন। আমি এই পদে থাকার জন্য তাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারছেন না।'
তিনি বলেন,' রাজ্যের তরফ থেকে আমাকে এই পদে বসানো হয়েছে। বিজেপি দলে সংগঠনের বাইরে কেউ নয়। আমি সকলের সঙ্গে বৈঠক এবং আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।'
নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা